ভুয়া ডিগ্রির কারণে ২৫০ বিচারককে বহিষ্কার করল কঙ্গো
18, April, 2018, 11:38:43:AM
দূর্নীতি এবং ভুয়া ডিগ্রি দিয়ে চাকরি নেয়া ২৫০ এর বেশী জজকে চাকরিচ্যূত করেছে কঙ্গো সরকার।
কঙ্গোর আইনমন্ত্রী এলকেস থাম্বো স্থানীয় টিভিতে বক্তব্য দেয়ার সময় বলেন, ভুয়া ডিগ্রিধারী বিচারকরা বিচার ব্যবস্থাকে দূর্বল করে দিয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
কঙ্গোর মিডিয়া জানিয়েছে, ১৮ এপ্রিল ২৫৬ জন বিচারককে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।