ভয়ঙ্কর হয়ে উঠছে ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের সিনাবাং পর্বতের আগ্নেয়গিরি। আশপাশে বিমান চলাচলের ওপর সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতে সাত কিলোমিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়েছে। সিনাবাং থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে ছাই ছড়িয়ে পড়ছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়ো নুগরোহো বলেন, সোমবার সকালে অগ্ন্যুৎপাত শুরু হয়। একই সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি ভূমিকম্প ও শিলাবৃষ্টি শুরু হয়।
তিনি বলেন, পাঁচটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেসব জায়গায় দৃশ্যমানতা দাঁড়ায় মাত্র পাঁচ মিটার। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি সাধারণ মানুষকে আগ্নেয়গিরি থেকে অন্তত সাত কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে।
ইন্দোনেশিয়ার ভলকানো অবজারভেটরি নোটিস ফর অ্যাভিয়েশন (ভোনাকে) লাল সতর্কতা অর্থাৎ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অবজারভেটরি জানিয়েছে, ছাই-মেঘ ২৩ হাজার ৮৭২ ফুট (৭ হাজার ২৭৬ মিটার) উঁচুতে উঠতে পারে।