|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
লক্ষ্মীপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ডিটিভি অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার ননদের স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
এর আগে ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। এ ঘটনায় সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তিনি কারো কথা না শুনে উলটো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখেন। সবশেষ সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরেন অভিযুক্ত। পরে আরও ৪ জন এসে তার হাত ও মুখ-চোখ বেঁধে ফেলেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার ননদের স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
এর আগে ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। এ ঘটনায় সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তিনি কারো কথা না শুনে উলটো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখেন। সবশেষ সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরেন অভিযুক্ত। পরে আরও ৪ জন এসে তার হাত ও মুখ-চোখ বেঁধে ফেলেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
কলমতেজীর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে গুলিশাখালী ক্যাম্প এর কাছাকাছি। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার।
নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। তার কোনো পেশা ছিল না এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে নাজমুল বসবাস করতেন। গত রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। ঘর ভেতর থেকে আটকানো ছিল। ভোরে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তার স্ত্রী ও চার বছরের সন্তানের নিথর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ সকাল ১০টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
নোয়াখালী সদরের মান্নান নগর বাজারে একটি হোটেলের চুলা থেকে আগুন লেগে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার (২২ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এওজবালিয়া ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন জানান, রাত পৌনে ১টার দিকে দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুন লেগে তা দ্রুত বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে শাহজাহানের কাপড়ের দোকান সততা স্টোর, আজাদের চায়ের দোকান, আলাউদ্দিনের মুরগির দোকান, খলিলের মুদি দোকান, চিটাং হোটেল, আজাদের মুদি দোকান, গণেশের সেলুন, হোরনের হোটেল, সওদাগরের মুদি দোকান, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, দুলাল বেপারীর মুদি দোকান, কালামের চায়ের দোকান, কাপড় বিতান, মুদি স্টোর, হাসেমের চায়ের দোকান ও ফারুকের মুরগির দোকান পুড়ে ছাই হয়েছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে মাইজদী এবং সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দু’ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ১৬টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত শেষে বলা যাবে।
এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ রমজানের মধ্যে মান্নাননগর বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আগুন যাতে ব্যাপক এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।
বন বিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে, সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সুন্দরবন সংলগ্ন ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, দুপুরে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনে ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবতাদ-ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের কী অবস্থা জানানো যাবে।
এর আগে ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বরিশাল নগরীতে ধর্ষণের অভিযোগ দিয়ে সুজন হাওলাদার (২৪) নামে এক তরুণকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এখনো কোনো মামলা করেনি নিহতদের পরিবার। তবে এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে।
গত ১৫ মার্চ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা জিয়ানগরে দিনদুপুরে পিটিয়ে হত্যার এ ঘটনা ঘটে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় জড়িত ব্যক্তিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
নিহত সুজনের বাবা মনির হাওলাদার বলেন, ঘটনার দিনই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে ছেলের দাফনের কারণে গ্ৰামের বাড়িতে থাকায় মামলা করতে পারেননি। বরিশাল শহরে গিয়ে মামলা করবেন।
এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে সুজনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সুজনের পরিবার গ্ৰামের বাড়িতে থাকায় মামলা করতে পারেননি। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, বরিশালে এসে মামলা করবেন।
এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আজাদ রহমান বলেন, কাউকে পিটিয়ে হত্যার নিয়ম নেই, অপরাধ করলে আদালত বিচার করবে। সুজনকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ হত্যা মামলা করে আইনি ব্যবস্থা নেবে, এখানে অপমৃত্যুর মামলা হওয়ার সুযোগই নেই। কেননা কারা হত্যা করলো তা তো সবাই দেখেছে। পুলিশ দায়িত্ব এড়ানোর জন্য হত্যা মামলার পরিবর্তে অপমৃত্যুর মামলা দিয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সন্ধ্যার আগে স্থানীয় সালথা বাজারে দেনা-পাওনা নিয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বরের সমর্থক হারুন মাতুব্বরের সঙ্গে জামায়াত নেতা জাহাঙ্গীর মোল্যার সমর্থক আফতাব মৃধার কথা কাটাকাটি হয়। পরে আফতাব মৃধা বাগবাড়ি একটি দোকানের সামনে গেলে হারুন মাতুব্বর ঢাল-শরকি নিয়ে তাকে ধাওয়া দেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় জামায়াত নেতা জাহাঙ্গীরের সমর্থকদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামায়েত নেতা জাহাঙ্গীর মোল্যা বলেন, গত ২৯ অক্টোবর আমার একটি প্রোগ্রামে এলাকার লোক এলে আছাদ তাদের নিষেধ করেন। এরই মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতা দেখানোর জন্য আমার পক্ষের লোকজনের ওপর হামলা করে অন্তত ১০টি বাড়ি-ঘর ভাঙচুর করে।
অন্যদিকে বিএনপি নেতা আছাদ মাতুব্বর বলেন, জামায়েত নেতা জাহাঙ্গীর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় প্রভাব বিস্তারের জন্য ঝামেলা সৃষ্টি করছেন। আমি কোনো ঝামেলার পক্ষে না। ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। আমি তখন সালথা কলেজে ছাত্রদলের ইফতার মাহফিলে ছিলাম। পরে জানতে পারি বাগবাড়ী দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাওলানা হারুন মাতুববর ঢাল-কাতরা নিয়ে তুরাফ মৃধার ওপর হামলা চালান। এরপর সংঘর্ষ বাধে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
খুলনার শেখ বাড়ির শেখ তন্ময়ের রাইট হ্যান্ড তানজিল মুন্সিকে (৪০) গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক পৌনে ১২টায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তানজিল মুন্সির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তানজিল মুন্সি (৪০) বাগেরহাট জেলার মোল্লাহাটে শেখ তন্ময়ের রাইট হ্যান্ড হিসেবে কাজ করতেন। চাঁদাবাজি, ঘের দখল এবং জমি দখলসহ একাধিক অপকর্মের সঙ্গে জড়িত তিনি। শেখ তন্ময়ের আশীর্বাদে তানজিল মুন্সি মোল্লাহাটের চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর থেকে খুলনার শেখ বাড়িতে তার আধিপত্য বিস্তার শুরু করেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে লোকজন নিয়ে হামলা করেন তানজিল মুন্সি। ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।
পুলিশ সূত্র জানায়, তানজিল মুন্সী (৪০) মোল্লাহাট যুবলীগের সভাপতি এবং চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে মোল্লাহাটের শোলাবাড়ি এলাকার নোয়াব আলীর ছেলে। তানজিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। কিছুদিন যাবৎ তিনি খুলনায় কয়েকটি গোপন মিটিং করেন। লোকজন নিয়ে পুনরায় কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। তানজিলের বিরুদ্ধে খুলনা সদর এবং মোল্লাহাট থানায় একাধিক মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তানজিল মুন্সি একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খুলনা ও মোল্লাহাট থানায় মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
পার্বত্য খাগড়াছড়িতে ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ নয় মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত মো. ইউসুফ ওরফে কালাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী নাঈম আল সুলতান ওরফে নাঈমকেও (৩১) গ্রেফতার করা হয়।
শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে জেলার মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা তছির আহম্মদের ছেলে। অন্যজন নাঈম খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর মুসলিমপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার ইউসুফ ওরফে কালার নামে নোয়াখালী ও লক্ষীপুরের বিভিন্ন থানায় চারটি ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মামলা, তিনটি অস্ত্র মামলা, একটি করে চুরি ও মাদকের মামলা রয়েছে। অন্যদিকে নাঈম আল সুলতানের নামে নোয়াখালীর বিভিন্ন থানায় তিনটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিমপুর এলাকায় মঞ্জুর ইসলামের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে। এ মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাঈম আল সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার নাঈমের বসতঘরে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল, নগদ ৩৫ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ধামা, চাকু ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মুসলিমপুরে সংগঠিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধার ও অজ্ঞাত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারদের রোববার (১৬ মার্চ) আদালতে পাঠানো হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্কে আওয়ামী লীগ কর্মী ইমরানের গুলিতে বিএনপি কর্মী আজগর হোসেন (২৫) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আজগর ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে। ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে।
আহতের ফুফাতো ভাই বিপুল হোসেন বলেন, শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নিয়ে সন্ধ্যায় ইউপি সদস্য কবীর হোসেনের বাবা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ওলিয়ার রহমান এবং গুলিবিদ্ধ আজগরের বাবা ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলীর বিতর্ক হয়। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের পণ্ডিত মোড়ে ইউপি সদস্য কবীর হোসেনের চাচাতো ভাই (আলতাফের ভাতিজা) শিপন আমাকে হুমকি দেয় ও আব্বাস-ওলিয়ারদের খুঁজতে থাকে। তখন আমি পণ্ডিত মোড় থেকে চলে যাই।
পরে তারাবির নামাজের আগ দিয়ে গ্রামের মুদি দোকানের সামনে মামাতো ভাই আজগরসহ অন্যদের সঙ্গে কথা বলছিলাম। এসময় আলতাফ হোসেনের আরেক ভাতিজা ইমরান পিস্তল উঁচিয়ে আমার (বিপুল) দিকে গুলি ছোড়ে। আমি সরে গেলে গুলি পাশে থাকা আজগরের পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা ইমরানকে আটক করে মারপিট করে এবং পুলিশে খবর দেয়। তবে এরইমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা চিকিৎসা দেওয়ার নাম করে ইমরানকে নিয়ে সরে পড়ে। পুলিশ এসে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে তার বাবা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। তিনি ফিরে এজাহার দায়ের করবেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে (৬০) আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহাদাৎ মোল্যা উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শাহাদাতের মাকে বিয়ে করেন। এরমধ্যে দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে মাইকিং করা হয়।
মাইকিং শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান শাহাদাতের বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে পুঁতে রাখা অবস্থায় শাহাদাতের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।
ওসি মো.আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়াও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হতাহত দুই বন্ধু আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পঞ্চম সেমিস্টারের ছাত্র। তারা মোটরসাইকেলে ঢাকা থেকে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে আষারিয়াচর এলাকায় পৌঁছালে একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে নিহত হন তানভীর হাসান মজুমদার। তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা একটি হাসপাতালে নিয়ে যান।
ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তারা নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রংপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুরের কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা গ্রামের শাহাজামালের ছেলে ইউনুস আলী এবং শ্যামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, আসামি শহিদুল ইসলামের সঙ্গে মহেশা গ্রামের খোরশেদ আলমের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ২০২০ সালের ২০ মার্চ রাতে কাউনিয়ার ভরসা কোল্ড স্টোরেজ থেকে ডেকে এনে মহেশা গ্রামের মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পেছনে খোরশেদ আলমকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ আমগাছের ডালে ঝুলিয়ে রাখেন অভিযুক্তরা। এ ঘটনায় খোরশেদ আলমের মা খোতেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচ বছর পর এই রায় ঘোষণা করা হলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন। রায়ে তারা সন্তুষ্ট বলে জানান কৌঁসুলি আফতাব উদ্দিন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
পাবনার সাঁথিয়ায় যুবলীগ নেতা আমিরুল ইসলাম মাস্টারকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে নিহতের ভাই আব্দুল বাছেদ বাদী হয়ে ১১ জন নামীয় ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেন।
এর আগে সোমবার রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার বাগপুর এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান ইমু (৩০) ও একই এলাকার চাঁদ উল্লাহর ছেলে মিঠুন (৩২)। ইমু এ হত্যা মামলার প্রধান আসামি।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী শাহনেওয়াজ বলেন, রাতেই এ দুজনকে গ্রেফতার করা হয়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মৌখিকভাবে স্বীকার করেছেন আসামিরা। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারেও চেষ্টা অব্যাহত রয়েছে।
ক্ষেতুপাড়া এলাকার খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহতের পূর্ববিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গত সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে ধরে মারধর করেন দুর্বৃত্তরা। এ খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাকে সিএনজিতে করে তুলে কিছু দূরে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিকে ব্যবহার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএনপির শত্রু, দেশের শত্রু ও গণতন্ত্রের শত্রু।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় একটি ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, এখনও বাংলাদেশে নারী ও শিশুরা নিরাপদ নয়, এখনো তারা ধর্ষিতা হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই ১৫ বছরে ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও এইসব লীগরা ধর্ষণ করেছে মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে সেটা আমরা সকলে জানি। আজ ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নন কেন, সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে।
তিনি আরও বলেন, যারা ধর্ষণের মতো অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণকে শোষণ করে খায়।
লস্করদিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় হাসপাতালের বহির্বিভাগে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।
বিক্ষোভকালে আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবেন না। খুব শিগগির ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়াতে হবে। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে।
হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, দাবি মেনে না নিলে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালের আউটডোরে তালা দেওয়া থাকবে। এসময় আউটডোরের সব সেবা বন্ধ থাকবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরাও।
১. ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট প্রত্যাহার। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা। যা ২০১০ সালে তৎকালীন সরকার দিয়ে গেছে;
২. উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা;
৩. স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত শূন্যপদে ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে ষষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশপথ তৈরি। প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়োগ করে চাহিদার ভারসাম্য বজায় রাখা। চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪-এ উন্নীত করা;
৪. বেকার তৈরির কারখানা সব ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। তবে এরইমধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারীদের প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা করা; এবং
৫. চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করা।
|
|
|
|
|
|
লক্ষ্মীপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ |
............................................................................................. |
এবার সুন্দরবনের অন্য এলাকায় আগুন |
............................................................................................. |
গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার |
............................................................................................. |
নোয়াখালীতে ১৬ দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি দাবি |
............................................................................................. |
সুন্দরবনে আগুন, আশপাশে পানির উৎস না থাকায় নেভাতে বেগ |
............................................................................................. |
যুবককে পিটিয়ে হত্যা, পুলিশ করলো অপমৃত্যুর মামলা |
............................................................................................. |
ফরিদপুরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর |
............................................................................................. |
শেখ তন্ময়ের রাইট হ্যান্ড তানজিল গ্রেফতার |
............................................................................................. |
খাগড়াছড়িতে ৯ মামলার আসামি কালা ডাকাত সহযোগীসহ গ্রেফতার |
............................................................................................. |
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ |
............................................................................................. |
পুকুরপাড়ে মাটি খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার, দাদি আটক |
............................................................................................. |
লরির ধাক্কায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর |
............................................................................................. |
রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন |
............................................................................................. |
পাবনায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২ |
............................................................................................. |
বিএনপিকে ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তারা দলের শত্রু |
............................................................................................. |
পাঁচ দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের বিক্ষোভ |
............................................................................................. |
ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝোলালো ছাত্র-জনতা |
............................................................................................. |
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর |
............................................................................................. |
মাদক বিক্রিতে বাধা, জেল থেকে বেরিয়ে যুবককে কুপিয়ে জখম |
............................................................................................. |
খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১০ দোকান |
............................................................................................. |
মনু নদীতে তরুণীর মরদেহ, সঙ্গে মিললো রোহিঙ্গা লেখা পরিচয়পত্র |
............................................................................................. |
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক |
............................................................................................. |
টঙ্গীতে তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ |
............................................................................................. |
আইনজীবী না পেয়ে আদালতে নিজেই শুনানিতে অংশ নিলেন পলক |
............................................................................................. |
আরাকান আর্মি: আটক আতঙ্কে দিন কাটছে সাগরের জেলেদের |
............................................................................................. |
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের |
............................................................................................. |
ঢাকায় আন্দোলন, নারায়ণগঞ্জে তীব্র যানজট |
............................................................................................. |
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর |
............................................................................................. |
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত |
............................................................................................. |
‘আমি এখন ঘরের বোঝা, তাই হাসপাতাল থেকে বাসায় আসি না’ |
............................................................................................. |
সোনারগাঁয়ে হেফাজতের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার |
............................................................................................. |
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৪০ |
............................................................................................. |
কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন |
............................................................................................. |
খুলনায় সন্ধ্যা হলেই বাড়ে আতঙ্ক |
............................................................................................. |
ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মেয়র গ্রেফতার |
............................................................................................. |
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নানা অনিয়ম পেল দুদক |
............................................................................................. |
বিজিবিকে মেরে মহিষ ছিনতাই, ১২ জনের নামে মামলা |
............................................................................................. |
কেন্দ্রীয় নেতাদের সামনেই বিএনপির দুই পক্ষের মারামারি |
............................................................................................. |
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে |
............................................................................................. |
আরাকান আর্মির কবজায় টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ |
............................................................................................. |
ফরিদপুরে ১০ টাকার জন্য কুপিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন |
............................................................................................. |
দিনাজপুরে ঘন কুয়াশা, বেড়েছে শীত |
............................................................................................. |
রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার |
............................................................................................. |
ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ৮ আইনজীবী কারাগারে |
............................................................................................. |
বঙ্গবন্ধু সেতুতে রেল সংযোগ থাকলেও চলবে না ট্রেন |
............................................................................................. |
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেড বৈষম্যবিরোধী ছাত্রদের |
............................................................................................. |
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে বিএসএফের গুলি |
............................................................................................. |
সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত চারজন একই পরিবারের |
............................................................................................. |
চিকিৎসকের ফাঁকা বাড়িতে মিললো কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ |
............................................................................................. |
নড়াইলে কিশোরী হত্যায় একজনের যাবজ্জীবন |
............................................................................................. |
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
|
|
|
|