রাজধানীর বনানীর বিআরটি ভবনের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জিদান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মোশারফ জানান, বি আর টি ভবনের সামনে মোটরসাইকেল করে দুই যুবক ফ্লাইওভারে উঠার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুইজন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন ও অপরজন ঢামেকে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত জিদানের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়।