মির্জা ফখরুলের নামে ভুয়া ডিও লেটারে বিএনপির উদ্বেগ
18, September, 2024, 12:03:11:PM
ডিটিভি অনলাইন ডেস্ক:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ডিও লেটার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জ্ঞাত হয়েছি যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বানোয়াট ডিও লেটার তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রদান করা হচ্ছে, যা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। যেসব মন্ত্রণালয়ে এ ধরনের ডিও লেটার পাওয়া যাবে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।