বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোহাম্মদপুরে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।
রোববার (২৩ জুন) বাদ জোহর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা মিলাদ ও দোয়ায় অংশ নেন।
পরে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অংশ নেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, সাবেব ছাত্র নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার প্রমুখ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার (২১ জুন) রাত তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইসচেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন।