বৌদ্ধ বিহারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
18, May, 2024, 11:12:18:AM
ডিটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু।
উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকোশলী দিবেন্দু বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়সহ অন্যান্য সিনিয়র নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া।