চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
14, May, 2024, 12:44:32:PM
ডিটিভি অনলাইন ডেস্ক:
চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার (১৪ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। দলের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।