সাবেক ছাত্রদল নেতা হিরুকে জনসম্মুখে হাজিরের দাবি রিজভীর
8, May, 2024, 10:59:15:AM
ডিটিভি অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন রিজভী।
বিবৃতিতে রিজভী বলেন, ‘মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টায় আসর নামাজে যাওয়ার পথে সিদ্ধেশরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি।’
রিজভী বলেন, ‘ঢাকা-মেট্রো-চ, ৫২-১৪৫০ নম্বর গাড়ি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিরুকে তুলে নিয়ে যাওয়ার পর এখনও তার কোনো খোঁজ না পাওয়া গভীর উদ্বেগজনক। তাকে এভাবে আটক করে রাখা ভয়ানক অশুভ সংকেত। হিরুকে আইনশৃঙ্খলা বাহিনীই গ্রেফতার করেছে।’
তিনি বলেন, তাকে আটক ও সন্ধান না দেওয়ার ঘটনায় তার পরিবার-পরিজনসহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
রিজভী বলেন, ‘আমি অবিলম্বে মাহিদুল হাসান হিরুকে জনসমক্ষে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। না হলে তাকে নিয়ে অনাকাঙ্খিত কিছু ঘটলে সরকারকেই এর দায় নিতে হবে।’