জাপানের রাষ্ট্রদূতের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান
23, November, 2020, 8:01:4:PM
স্টাফ রিপোর্টার:
কোভিড মহামারীকালীন সময়ে নারুটো সিটি বন্ধুত্বের শহর নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের জন্য উপহার হিসাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (ফেস শিল্ড -৩১২০ পিস, ডিসপোজেবল নাইট্রিল গ্লোভস -২০০০০ পিস, পাউডার সফট ড্রিঙ্ক ১০০০ প্যাক, বোনা মুখের মুখোশ-১০৫২৯ পিস) প্রেরণ করেছে। গতকাল সোমবার সকালে নোভো কনভেনসন হলে, নোভা কার্গো সার্ভিসেস লিমিটেড আয়োজিত একটি অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি নারায়ণগঞ্জ শহরের জন্য মেয়র ডাঃ সালিনা হায়াতআইভির কছে এসব সামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএএস কনসালট্যান্টসের সভাপতি জনাব আনোয়ার শহীদ। নারুটো সিটির প্রতিনিধি সাগাওয়া কোজি, জাপানের বিজনেস ডেলিগেটস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, এলজিইডি কর্মকর্তাবৃন্দ, এমএএস কনসালট্যান্টস কর্মকর্তাগণ এবং অন্যান্যরা এই অনষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে ২৮ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ের এলজিইডি মন্ত্রী জনাব তাজুল ইসলামের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে জাপানের নুরুটো সিটির মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ নগর চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পাশে এই বন্ধুত্বের শহর চুক্তিটি জাপানের মারুশিসা গ্রুপের চেয়ারম্যান জনাব কিমিনোবু হীরাশির উদ্যোগে শুরু হয়েছিল। তিনি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে মারুশিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এবং মেরুশিসা গ্রুপ থাইল্যান্ডের বিনিয়োগকারী।