বৃদ্ধিমত্তা ও কর্মদিয়ে এগিয়ে চলেছে নারী উদ্যোক্তা রাবেয়া
12, August, 2020, 3:58:41:PM
শার্শা প্রতিনিধি:- স্বপ্ন সাধ ইচ্ছা ও কর্মশক্তিদিয়ে জয় করা যায় অনেক কিছু এরই দৃষ্টান্ত রেখেছেন যশোরের শার্শা উপজেলার নারী উদ্যোক্তা রাবেয়া খাতুন। জয়ের স্বপ্ন নিয়ে উন্নয় অগ্রগতি ও স্বলম্বি হওয়ার জাল বুনছেন তিনি। আসছে সাফল্য। ঘরে বসে না থেকে পরিবার,পরিবেশ ও সমাজিক মর্যাদা নিয়ে কর্ম করে এলাকায় সাড়া জাগিয়েছেন সফল নারী রাবেয়া। করোনাকে ভয় নয় বৃদ্ধিমত্তা ও কর্মদিয়ে অলস এই সময়কে জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন গোগা ইউনিয়নের সীমান্ত বেষ্টিত গ্রাম রাজগজ্ঞের বাবেয়া সুলতানা সুমি। অবসর সময়ে বাড়ীতেই মুদি ও চা পানের দোকান ও একটি ঘরের মধ্যেই শুরু করেছেন ক্ষেতে সুসাদু পুষ্টিগুনে ভরা মাশুরুম চাষ। ৩১দিনেই পেয়েছেন সাফল্য। কাজ করে সময় কেটেছে ভাল আর্থিকভাবে হচ্ছেন স্বালম্বি। কুড়িয়েছেন সুনাম। কৃষি বিভাগ দিচ্ছেন সার্বিক সহযোগিতা উৎসাহ ও অনুপ্রেরনা।
করোনার ভয়াবহ ছোবলে লকডাউনে যখন সারা দেশ। এসময়ে কর্মহীন ও বেকার হয়ে অনেকে ভুগছেন খাদ্য কষ্টে ও পুষ্টিহীনতাই। করোনার এ সময়ে ঘরে বসে না থেকে সময়টাকে কাজে লাগাতে স্বল্প কালিন প্রশিক্ষন নিয়ে মাসুরুম চাষ করেন রাবেয়া সুলতানা সুমি। বাবা মায়ের সংসারে উপার্যন কম থাকায় সহযোগিতা দিচ্ছেন তিনি। অনেকটা ফিরছে স্বচ্ছলকা। তার সু সজ্জিত মাশরুম বাগানে৩১দিনেই ফলেছে মাসুরুম। শুরু করেছেন বিক্রি ,অনেকে আসছেন দেখতে মাশরুম চাষে আগ্রহ দেখাচ্ছেন তারা। অভয়বাস রাজগজ্ঞ নারী উদ্যোক্তা,রাবেয়া সুলতারা সুমি, বলেন অল্প খরচে স্বল্প খরচেই পাওয়া যায় মাসরুম। যার রয়েছে ঔষধী গুন। কৃষি অফিসের সহযোগিতায় অল্প দিনেই মাশরুম চাষে ভাল ফলনে আর্থিকভাবে লাভবানে খুশি রাবেয়া। করোনার এসময়ে অন্যনারী পুরুষদেরকে ও ঘরে বসে মাশরুম চাষের পরামর্শ দেন তিনি। অনেক নারী পুরুষ আসছে রাবেয়ার কাছে জানতে শুনতে ও বুঝতে। তার সাফল্যে উদ্যোগী হচ্ছেন অনেকে। এমনি দুই নারী রত্না ও শেফালি জানান রাবেয়ার সাফল্যেও গল্পে হতবাক তারা। মেয়েদের এমন সাফলে গর্বিত কওে সমাজকে। তারাও এমনি কাজ করার আগ্রহ জানান। উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল বলেন,করোনা কালীন সময়ে রাবেয়া মাশরুম চাষে দেখিয়েছে সাফল্য-খাদ্য পুষ্টি ও অর্তনৈতিক চাহিদা মেটাতে গ্রামীন নারীদের ঘরে বসেই মাশরুম ও শাক সবজি চাষে পরামর্শ দেন কৃষি বিভাগ। করোনা এসময়ে অলস সময়কে কাজে লাগাতে অর্থনৈতিক লাভবানে নারীদের এগিয়ে আসার আহব্বান কৃষি অধিদপ্তরের।