নারায়ণগঞ্জের আড়াইহাজারে একসাথে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু হচ্ছে- উপজেলার শ্রীনিবাসদি গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাউসারের মেয়ে সুমাইয়া (৪) এবং একই গ্রামের বাসেদের মেয়ে আরিফা (৬)। সুমাইয়া স্থানীয় সানমুন কিন্ডার গার্টেন স্কুলের নার্সারী শ্রেণীর ছাত্রী এবং আরিফা শ্রীনিবাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালের দিকে ওই দুই শিশু এক সাথে খেলতে বাড়ির বাইরে যায়। খেলতে খেলতে তারা বাড়ির পাশে ডোবার কাছাকাছি যায়। এ সময় বর্ষার পানি জমে থাকা ডোবায় পড়ে ডুবে যায় তারা। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে ডোবায় নেমে দুই শিশুকে খোঁজাখুঁজি করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর দুপুর বারোটার দিকে এলাকাবাসী ডুবে যাওয়া দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ সেখানে যায়। ওসি বলেন, যেহেতু তাদের পরিবারের কোন অভিযোগ নেই, তাছাড়া তারা খুব অল্প বয়সের শিশু। সেই কারণে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফন করতে মানবিক কারণে ময়না তদন্ত ছাড়াই মরদেহ উভয় পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।