মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী থেকে:পটুয়াখালী গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের দড়িবাহেরচর গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ রফিক মুন্সী (৪৫)। গত ৬ মাস ধরে রাস্তা ঘাটে গাছের তলায় জীবন যাপন করে রফিক ও তার পরিবার নিয়ে খুব কষ্টে আছেন। পৈত্তিক সম্পত্তি থাকা সত্যেও মিলছেনা তার ঘরবারি। সমাজের কিছু কুচক্র মহল সার্থনিশি কারনে তার মাথা গোজার ঠাইটুকু নেই। এখন সে মানুষের দারে দারে ঘুরছে। এব্যাপারে মোঃ রফিক মুন্সীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ২ বেলা বাদে ১ বেলা খেয়ে থাকি। আমি পাঁচ সন্তানের বাবা। কিন্তু আমার ছেলে মেয়ের ভরণ পোষন লেখা পড়ার খরচ চালাতে আমার খুবই কষ্ট সাধ্যব্যাপার। আমার বড় মেয়ে মোসাঃ খাদিজা বেগম, এইচ.এস.সি পাস করে ঢাকা একটি গার্মেন্টস শ্রমিক। মেঝ মেয়ে মোসাঃ জেসমিন বেগম, এইচ.এস.সি ১ম বর্ষ অধ্যায়নরত আছে। ৩য় মেয়ে মোসাঃ মিম আক্তার, অষ্টম শ্রেণিতে ও আরো দুটি ছেলে হাসান ও হোসেন শিশু শ্রেণিতে পড়ে। পাঁচ সন্তানের জননী মোসাঃ আনোয়ারা বেগম এর কাছে জানতে চাইলে তিনি তার কষ্টে কথা বলে প্রতিবেদকের কাছে কান্নায় ভেঙ্গে পরেন। এব্যাপারে আমখোল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি আমি দেখব।