ফরিদপুর সদর থানার ধূলদীতে এক ভয়াভহ বাস দূর্ঘনায় ঘটনাস্থলে ০৫ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন সহ মোট ৭ জন নিহত হয়েছে। অপরদিকে একই সময়ে বেলা অনুমান ২.৩০ ঘটিকায় নগরকান্দা উপজেলার তালমা নামক স্থানে অপর একটি দূর্ঘটনায় মা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও গতকাল শনিকার ৬.৫০ ঘটিকার দিকে ফরিদপুর সদর থানার কোমরপুর নামক স্থানে এক মোটর সাইকেল আরোহী বাস চাপায় নিহত হয়েছে। তিনটি সড়ক দূর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ২৫ জন।জানা যায় বেলা আড়াই টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট পরিবহন বাসটি উল্লেখিত, স্থানে আসলে অসাবধানতা বশত ব্রীজের রেলিং ভেঙ্গে গভীর খাদে পড়ে যায়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। অপরদিকে, একই সময়ে নগরকান্দা উপজেলার তালমা মোড় এলাকায় একটি পরিবহন লোকাল বাসকে অতিক্রম করার সময় বাসের চাপায় মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় লোকাল বাসটি অপর একটি মাহিন্দ্রকে চাপা দিলে আরো ০৫ জন যাত্রী আহত হয়।এ বিষয়টি ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল এ ঘটনা নিশ্চিত করেছেন। যাত্রীরা অনেক দূরত্বের হওয়ার কারনে তাৎক্ষনিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।