মব জাস্টিস বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মব জাস্টিসের কোনো ঘটনাই সহ্য করা হবে না এবং এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্য গাফিলতি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার-এর বাসায় ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও তিনি সড়ক অবরোধ করে দাবিদাওয়া আদায়ের বিপক্ষে অবস্থান জানিয়ে বলেন, রাজধানীতে কোনোভাবেই জনগণের ভোগান্তি তৈরি করা যাবে না। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

এলাকার খবর

সম্পর্কিত