মানিকদহ ইউনিয়ন বাসীর সেবায় ব্যস্ত চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ্ বাচ্চু মিয়া
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১ নং মানিকদহ্ ইউনিয়ন বাসির সেবায় রবিবার সকাল ৭ টার দিকে ব্যস্ত দেখা যায় চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ্ বাচ্চু মিয়া কে ।১৯ মার্চ ২০২৩ ঘটনাটা দেখে আমি অবাক হয়ে গেলাম, আসে পাশে এলাকার কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম। আপনাদের ১ নং মানিকদৃহ ইউনিয়ন বাসি কে কেমন সেবা দেয়, নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ্ বাচ্চু মিয়া এলাকাবাসী বলেন । চেয়ারম্যান বাচ্চু মিয়া হলেন আমাদের গর্ব গরিব-দুখী অসহায়, মেহনতী, মানুষের বন্ধু ও সমাজ সেবক ।
উনি সর্ব টাইম জনগণের সেবায় নিয়োজিত থাকেন , এলাকাবাসী বলেন, উনি গরিব দুখীর পাশে সর্ব টাইমে ব্যস্ত থাকেন, সকাল ৬ ; টা থেকে শুরু করে রাত ১২:০০ টা পর্যন্ত, ইউনিয়নবাসীকে সেবা দেয় এলাকা বাসি বলেন বাচ্চু মিয়া যখন চেয়ারম্যান। ছিলো না তখন ও এলাকার প্রায় বাড়ি বাড়ি গিয়ে, আমাদের গরিব মানুষের খোঁজ খবর নিয়েছেন । তাই আমরা বাচ্চু মিয়ার, সমাজসেবা দেখে ইউনিয়ন বাসী একতা হয়ে এ, কে, এম , শহীদুল্লাহ্ বাচ্চু মিয়াকে নবনির্বাচিত করি । চেয়ারম্যান সাহেব বলেন, আমি যতদিন বেঁচে আছি এলাকাবাসীর ঘরে, ঘরে সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করব । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতী মানুষের।
|
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১ নং মানিকদহ্ ইউনিয়ন বাসির সেবায় রবিবার সকাল ৭ টার দিকে ব্যস্ত দেখা যায় চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ্ বাচ্চু মিয়া কে ।১৯ মার্চ ২০২৩ ঘটনাটা দেখে আমি অবাক হয়ে গেলাম, আসে পাশে এলাকার কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম। আপনাদের ১ নং মানিকদৃহ ইউনিয়ন বাসি কে কেমন সেবা দেয়, নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ্ বাচ্চু মিয়া এলাকাবাসী বলেন । চেয়ারম্যান বাচ্চু মিয়া হলেন আমাদের গর্ব গরিব-দুখী অসহায়, মেহনতী, মানুষের বন্ধু ও সমাজ সেবক ।
উনি সর্ব টাইম জনগণের সেবায় নিয়োজিত থাকেন , এলাকাবাসী বলেন, উনি গরিব দুখীর পাশে সর্ব টাইমে ব্যস্ত থাকেন, সকাল ৬ ; টা থেকে শুরু করে রাত ১২:০০ টা পর্যন্ত, ইউনিয়নবাসীকে সেবা দেয় এলাকা বাসি বলেন বাচ্চু মিয়া যখন চেয়ারম্যান। ছিলো না তখন ও এলাকার প্রায় বাড়ি বাড়ি গিয়ে, আমাদের গরিব মানুষের খোঁজ খবর নিয়েছেন । তাই আমরা বাচ্চু মিয়ার, সমাজসেবা দেখে ইউনিয়ন বাসী একতা হয়ে এ, কে, এম , শহীদুল্লাহ্ বাচ্চু মিয়াকে নবনির্বাচিত করি । চেয়ারম্যান সাহেব বলেন, আমি যতদিন বেঁচে আছি এলাকাবাসীর ঘরে, ঘরে সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করব । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতী মানুষের।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন নগরকান্দা উপজেলা আওতাধীন মিনার গ্রাম উত্তরপাড়া নদীর পাড় জামে মসজিদের গণশিক্ষা শিক্ষক গোলাম মোস্তফা মামুনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গত ৮ আগষ্ট ২০২১ সালে গোলাম মোস্তফা মামুন কেন্দ্র ছেড়ে চলে যায়।
তৎকালিন নগরকান্দা উপজেলার ফিল্ড সুপারভাইজার মিয়া পিকাশু আলতামাশ বে-নজীর শিক্ষকের বেতন বন্ধ করে দেন।তার কিছুদিন পর সুপারভাইজার বদলি হয়ে ফরিদপুর জেলা সদরপুর উপজেলায় চলে যায়। নতুন করে ফিল্ড সুপারভাইজার আসেন মো: রেজাউল করিম।গোলাম মোস্তফা মামুন তার নিকট গেলে আশ্বস্ত করেন মামুনকে। ঘটনা কর্মে তথ্য নিয়ে জানা গেছে আজও মামুনের বেতন চালু হয়নি। সুত্রে জানা যায় মামুন সুপারভাইজার কে একটি প্রস্তাপ দেয় যদি ২০২৩ সালে বিদ্যমানের তালিকায় মামুনের নাম দিতে পারে তাহলে এক লক্ষ টাকা দেবে।
এ প্রস্তাবে সুপারভাইজার মেনে নিয়ে ২০২৩ সালে বিদ্যমানের তালিকায় মামুনের নাম দিয়েছেন কিন্তু ঘটনা কর্মে একই সঙ্গে তিনজনের বেতন বন্ধ থাকে। তারা হলেন ১,মোহাম্মদ জুবায়ের হোসেন কেন্দ্র :জঙ্গুরদি উত্তরপাড়া জামে মসজিদ ২,মোঃ মোবারক হোসেন কেন্দ্র :তালমা ঈদগা জামে মসজিদ ৩,গোলাম মোস্তফা মামুন কেন্দ্র মিনার গ্রাম উত্তরপাড়া নদীর পাড় জামে মসজিদ।গোলাম মোস্তফা মামুনকে বিদ্যমানের তালিকায় নাম দিলেও অপর দুইজনকে শূন্য কোঠায় দেখায়।ফিল্ড সুপারভাইজার রেজাউল করিমের অনিয়ম দুর্নীতি যেন পাগলা ঘোড়ার মতো হু হু করে ছুটছে।বেশীরভাগ কেন্দ্র গুলো বন্ধ থাকলেও তদারকি না করেই কেন্দ্র শিক্ষকদের নিকট থেকে মাসোয়ারা নিচ্ছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবিষয় ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম এর নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
|
|
|
|
নজরুল শেখ,স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় ও ফুলসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই শ্লোলগানকে প্রধান্য দিয়ে ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮ ঘটিকায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নসরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারি বেনজির আহম্মেদ রায়হান, ফুলসূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ লস্কার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান এলাহি, মানোয়ার হোসে সহ গন্যমান্য বক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।
|
|
|
|
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুরে শশুর বাড়িতে জামাইর তুলকালাম কান্ড করায় পাবলিকের গণধোলাইতে জামাই অজ্ঞান।২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় উপজেলার ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাজেক মোল্লার জামাই হাসান তার শশুরের ঘরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে শশুর -শাশুড়ীকে হত্যা চেষ্টা করা সহ হোসাইন (৪)নামে এক শিশুর পেটে ছুরি দিয়ে গুরুতর কাটা জখম করে । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এই বিষয় শশুর রাজেক মোল্লা বলেন. সদরপুর থানায় একটি মামলা করবেন বলে জানান। জামাইর হাসানের বাড়ি ভাঙ্গা উপজেলার সিংগার গ্রামে।
|
|
|
|
স্টাফের রিপোর্টার:
শিশুর জন্মের কথা শুনা মাত্র নিজেই ছুটে যাচ্ছেন বাড়ি বাড়ি দিচ্ছেন শিশুদের জন্ম সনদ সহ পরিবারের হাতে মিষ্টি ও শিশুদের বিছানা কোলবালিশ। এখবর উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যান ও জনগণের কাছে বার্তা হিসাবে পৌঁছায়।যে কারনে খবর পেয়ে উপজেলায় ইউএনও`র কাছে ছুটে আসেন দুই নারী। ৫ জানুয়ারী রবিবার সকালে দুই নারীর শিশু সন্তানের জন্য তাদের হাতে তুলে দেন বিছানা কোলবালিশ। নারীরা হলেন লস্কারদিয়া ইউনিয়ন এর বাগুটিয়া গ্রামের সাহালম মুন্সির স্ত্রী মেলা খাতুন। তার কলে দেড়মাস বয়সী জুবায়ের নামে এক পুত্র সন্তান।অপর নারী হলেন একই ইউনিয়নের গোড়াইল গ্রামের রিপন মাতুব্বর এর স্ত্রী মনোয়ারা বেগম।তার কলে দেড় মাস বয়সী রিসমা নামে এক কন্যা সন্তান।দুই পরিবারের দুই শিশু সন্তানের জন্য বিছানা বালিশ সহ মিষ্টির পেকেট তুলে দেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। বিতন কালে তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
|
|
|
|
নজরুল শেখ স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বড়কুমারদিয়া গ্রামের মৃত রাজ্জাক শরিফ এর ছেলে মোশাররফ শরীফ এর ৭ মাসের গাভিন গরুরটি চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই গরু চোরকে ধরে পুলিশ খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করে এবং গরুচোর দুইজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
৩০ জানুয়ারী সোমবার দুপুরে গরুর মালিক মোশাররফ শরীফ তার দুটি গরু রেললাইন এর পাশে ঘাস খেতে বেধে রাখে এবং আসরের নামাজ শেষে মাঠে বাধা গরু বাড়িতে আনতে গেলে সেখানে একটি গরু দেখতে না পেরে আশেপাশের রেললাইনে কর্মরত শ্রমিকদের কাছে জিজ্ঞেস করলে তার জানান যে একটি গরু হাঁটিয়ে নিয়ে দুইজন লোক মুকসুদপুর দিকে গেছে। গরুর মালিক একথা শুনতেই রেললাইনের কাজে ব্যবহৃত গাড়িতে উঠে মুকসুদপুর এলাকায় গেলে তার চিৎকার কান্নাকাটির কারনে সেখানে থাকা আশপাশের লোকজনের সহয়তায় মোটরসাইকেল যোগে গরুসহ দুই গরুচোর কে আটকিয়ে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত দুই গরুচোরের বাড়ি যশোর জেলার ভাগারপাড়া থানার আলাদীপুর গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে সাজ্জাদ মোল্লা (২৫) ও একঐ গ্রামের আলেপ কাজীর ছেলে রেজাউল কাজী (৪৫)। গরু চোর দুইজন সম্পর্কে মামা ভাগন্যা বলে তারা জানান। নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন আটককৃত দুই গরুচোরকে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে ফরিদপুর জেলখানায় পাঠানো হয়েছে।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির ও তার পুত্র বিপ্লব এর বিরুদ্ধে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যগন অভিযোগ করেন যে চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির তার নিজ ক্ষমতা বলে ইউনিয়নের টি,আর,কাবিটা,উন্নয়ন, এলজি এসপি, ১% থোব বরাদ্দ, এডিপি,হাটবাজার, নিবন্ধন, ট্যাক্স,বিবিদ,২০২১-২০২২ অর্থ বছরের এ পর্যন্ত কোন কাজই করেন নাই।
ইউনিয়ন পরিষদের বাহিরে লোক নিয়োগ করে বাড়ি বাড়ি হোল্ডিং ট্যাক্স আদায় করা সহ মিটিং সিটিং সহ যে কোন কাজে ইউপি সদস্যদের না জানান এবং চেয়ারম্যান পুত্র বিপ্লব এর মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,রেশন কার্ড,ভিজিডি কার্ড,ঘর বানিজ বিভিন্ন ভাবে টাকা নেওয়া,পুত্র কর্তৃক জন্ম সনদ,প্রত্যায়ন পত্র,নাগরিক সনদ,ওয়ারিশ সনদ চেয়ারম্যান পিতার সই স্বাক্ষর পুত্র বিপ্লব নিজে দেওয়ার অভিযোগে ইউপি সদস্যগন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার, জেলাপ্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অভিযোগ করেন।
ইউপি সদস্য দেলোয়ার, শেরজন শেখ,সুমন মাতুব্বর, ফাতেমা আক্তার, ফারুক শেখ,ছরোয়ার হোসেন,মোঃ আবু মুছা,পারুল আক্তার,বিল্রাল শেখ যৌথভাবে অভিযোগ করেন।দেলোয়ার হোসেন বলেন চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির আমাদের ইউপি সদস্যদের কারোই সাথে কোন পরামর্শ না করে নিজের ক্ষমতায় মনগড়া কাজ করছেন।এছাড়া তার ছেলে চেয়ারম্যান এর ভুমিকা পালন করছেন।
এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন চেয়াম্যান সাহেব ফকির ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয় চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির ও তার পুত্র বিপ্লব এর কাছে জানতে চাইলে তারা কোন সুউত্তর না দিয়ে মোটরসাইকেল নিয়ে স্থান ত্যাগ করেন।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের চৌকস পুলিশ সুপার শাহজাহান পিপিএম সেবা । ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে কফাই বালিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয় প্রকল্পে এসব ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, নগরকান্দা থানার এসআই প্রকাশ ঘোষ, এসআই গোলাম কিবরিয়া প্রমুখ। এসময় পুলিশ সুপার শাহজাহান বলেন অসহায় ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে ফরিদপুর জেলা পুলিশের অর্থায়নে ৯ টি থানায় ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুর জেলা প্রশাসকের সভাপতি শামীম হককে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া গোপালগঞ্জ যাওয়ার সময় লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন । ফরিদপুর ২ আসনের গণ মানুষের নেতা এডভোকেট জামাল হোসেন মিয়া পক্ষ থেকে জেলা প্রশাসকের সভাপতি শামীম হক কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান । তালমা বাসইসটান ১৭ ইং ২০২৩ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার, ৮ নং ডাংগী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গরীব দুখী অসহায় মেহনতী মানুষের বন্ধু জননেতা মোঃ মুরাদ হোসেন মিয়া ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ও শত শত জনগণ।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে গত ২৯ নভেম্বর ২০২২ ইং তারিখে নিলাম দেখিয়ে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন কৌশলে কম মূল্য দেখিয়ে নিলামে বিক্রি করেন। বিদ্যালয় পুরাতন ভবন বর্তমাণ বাজার মুল্য প্রায় ১ কোটি টাকা হবে বলে নির্মানকারী সুত্রে জানা যায়।
সরকার দলীয় ঠিকাদারদের যোগসাজশে কোটি টাকা মুল্যের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন মাত্র সাড়ে দশ লাখ টাকা মুল্য দেখিয়ে নিলামে বিক্রি করেন। সরকারের রাজস্ব খাত লামছাম অর্থ দেখিয়ে কর্মকর্তাদের যোগসাজশে দলীয় নেতা কর্মীরা নামে মাত্র নিলাম দেখিয়ে সরকারি সম্পদ বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।জুঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন মাত্র ৩৭ হাজার টাকা নিলাম মুল্য দেখিয়ে অন্য ঠিকাদারের নিকট ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করে নিলাম ক্রেতারা।জুঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটির মুল্য প্রায় ৩ লাখ টাকা হবে বলে স্থানীয় লোকজন জানান। এছাড়া অন্য নিলাম কৃত বিদ্যালয়ের এক একটির দাম ৫ থেকে ৭ লাখ টাকার বেশি বর্তমাণ বাজার মুল্য হবে। নিলাম খরিদ করতে মোট ৩৭ টি আবেদন ফরম জমা হয় যাহা দলীয় নেতৃত্ব কর্তৃক সাজানো নাটক মাত্র।
সুত্রে জানা যায় ১৫ টি স্কুলের পুরাতন ভবন ৩৮ লাখ টাকা বিক্রি করে নিলাম খরিদ কারীরা ভাগবাটোয়ারা করে নেয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন ১৫ টি স্কুল নিলাম তুলা হয়েছে মোট ৩৭ টি নিলাম খরিদ এর জন্য ফরম জমা পড়ে এদের মধ্যে নিলামে মোট সাড়ে দশ লাখ টাকা মুল্যে নিলাম মুল্যে বিক্রি হয়।কৌশলে নিলাম দেখানো সরকারের রাজস্ব খাতে কম টাকা জমা পড়ার কারন মনে করেন সুশীল সমাজ।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দায় জাতির জনক শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারী মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলা চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলর দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নগরকান্দা আওয়ামী লীগ পার্টি অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন ও তার স্মৃতিচারণ বিষয় উল্লেখ করেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চৌধুরী মদমারুফ হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদপুর ২ আসনের এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী। নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সে সময় ১৯৭১ সালের ১০ জানুয়ারী পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করার বিষয় উপস্থিত বক্তারা সেদিনের ঘটনা তুলে ধরেন।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে বিলগোবিন্দপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা চালিয়ে ইমারত হোসেন খান (৪২) নামে একজনের হাত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জমিজমার পূর্ব শত্রুতার জেরে ৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ইমারত হোসেন খান বাড়ি থেকে বের হয়ে তালমার দিকে যাইতে সময় তার পথরোধ করে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী মৃত আজাহার সরদার এর ছেলে হালেম সরদার (৬২) ও মিরাজ সরদার (৪৫), এবং হালেম সরদার এর ছেলে আনিছ সরদার (৩৫)। অতর্কিত হামলার সময় হালিম সরদার এর লোহার রডের বাড়িতে বাম হাতের কোনইর নিচে হাতের হাড় ভেঙ্গে যায়।গুরুতর আহত ইমারত খান কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিলে সেখানকার চিকিৎসকরা ভর্তি করে চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালের ট্রমা সেন্টারে প্রেরন করে।এঘটনায় ইমারত হোসেন বাদী হয়ে স্বাক্ষী ইউসুফ শেখের মাধ্যমে ঘটনার দিন বিকালে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।
আহত ইমারত হোসেন বলেন জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামি গন আজ আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমার একটি হাত ভেঙ্গে দেয় এবং শরীলের বিভিন্ন স্হানে বাইড়া আহত করে এছাড়া কোটের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়।অভিযোগে অভিযুক্ত আসামীগনদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
|
|
|
|
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের মোঃ মুরাদ কাজীর মেয়ে পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনকান্দা এ এস একাডেমীর নবব শ্রেনীর ছাত্রী মাফুজা আক্তার (১৪) আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
২ জানুয়ারী সোমবার সকাল ৯ ঘটিকায় ঘরের দরজা জানালা বন্দ করে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে অত্মহত্যার চেষ্টা করে। সে সময় নিহত মাফুজার মা ঘরের দরজা জানালা বন্ধ দেখে সন্দেহমনে ঘরের বেড়ার টিনের ফাকা দিয়ে তাকিয়ে দেখতে পায় তার মেয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছে।
সে সময় তার অত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দরজা ভেঙ্গে মাফুজাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে ভবুকদিয়া বাসস্টান্ড গ্রাম্যা ডাক্তার গিয়াস উদ্দিনের কাছে নিয়ে গেল সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে বলে তার অভিভাবকরা জানায়।
আত্মহত্যার বিষয় অভিভাবকরা জানায় নবব শ্রেনীর পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় (ফেল করায়) রাগে অভিমানে সে অত্মহত্যা করে।এ বিষয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে সুরত হাল শেষে লাশ ময়না তদন্তে জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
|
|
|
|
নজরুল শেখ. স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৮ নং ডাংগি ইউনিয়ান বাঁশির সেবায় ব্যস্ত, মুরাদ হোসেন মিয়া । জননেতা মুরাদ হোসেন মিয়া বলেন, আমি যতদিন বেঁচে থাকবো গরিব-দুখী অসহায় মেহনতী মানুষের পাশে আছি, এবং থাকবো। জননেতা মুরাদ মিয়ার এই ভালো কাজ কর্ম দেখে ধন্য ধন্য ইউনিয়নের জনগণ। তাই ইউনিয়নের জনগণ বলেন আমাদের এমন এক জন্য নেতার দরকার ছিল, আল্লাহ আমাদের মিলিয়ে দিয়ে ছেন ।
জননেতা মুরাদ হোসেন মিয়া হলেন আমাদের, ডাংগী ইউনিয়নের গরিব-দুঃখী অসহায় মেহনতি মানুষের বন্ধু ও সমাজসেবক । তাই জীবনে বাঁচতে হলে তো কারো না কারো দল করতে হবে গরিব দুঃখী মানুষ বলেন আমরা ভাগ্য গুনে এই রকম একজন সঠিক নেতা পেয়েছি। আমরা সাধারণ জনগণ কথা দিলাম জতো দিন বেচে থাকি ততো দিন এমন একজন নেতার, হাত ধরে বাঁচতে চাই । জননেতা মুরাদ হোসেন মিয়া হলেন আমাদের ডাংগী ইউনিয়নের গর্ব মরলে ও এরকম নেতার হাত ধরে মরবো বাঁচলে ও এরকম নেতার হাত ধরে বাঁচতে চাই।
|
|
|
|
নজরুল শেখ. স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পহেলা জানুয়ারী ফরিদপুরের নগরকান্দায় বই বিতরণ উৎসব দিবসে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদে মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার সকালে জেলার নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমি মাঠে প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ে বই বিতরণ উৎসব দিবসে অুনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বই উৎসব দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, জালাল উদ্দীন সরদার, নাসির মাহমুদ, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সা্যবাদিক মিজানুর রহমান মিয়া, সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
অন্যদিকে মহেন্দ্র নারায়ণ একাডেমি হল রুমে বিদয়ালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে বই উৎসব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে নগরকান্দা শহীদ আকরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়ার সভাপতিত্বে অতিথি বৃন্দের উপস্থিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
নতুন বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক জানান, এ বছর উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিকে ১২ লাখেরও বেশি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। যার কার্যক্রম বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে। বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সবাই খুশি বলে জানান তারা। এছাড়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব দিবসের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
|
|
|
|
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা ( উত্তর পাড়া) গ্রামে বাদশা শেখের ছেলে বোরহান শেখ (২৫) জন্ম থেকেই ফাইলেরিয়া রোগে আক্রান্ত হয়ে আজও ভুগছেন। জমিজমা বিক্রি করে সন্তান কে চিকিৎসা করাতে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ডাক্তার, কবিরাজের কাছে গিয়েও কোন লাভ হয়নি বরং হয়েছে ক্ষতিগ্রস্ত। বাড়িতে এক চিলতে জমি ছাড়া বাদশা শেখের কিছুই নেই। অন্যের জমিতে কাজ করে কোনরকম সংসার চলছে। বাদশা শেখের পরিবারে স্ত্রী,তিন মেয়ে, এক ছেলে ও ছেলের বউ সহ এক নাতিন রয়েছে। একমাত্র ছেলে ফাইলেরিয়া রোগে আক্রান্ত থাকায় পরিবারের একমাত্র উপর্জনকারী বাদশা শেখ।সংসারে এমন অবস্থা যেন নুন আনতে পানতা ফুরায়। বোরহান শেখ পা নিয়ে নড়াচড়া করতে পারছেনা বসেই দিন কাটছে।সরকারি বা ব্যক্তিগত কোন সাহায্য সহযোগিতা পাইনি অসহায় ক্ষতিগ্রস্ত এই পরিবার। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের দ্বারেদ্বারে ঘরেও প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম লেখাতে পারেনি।বোরহান শেখ বিয়ে করে নিজে সংসার গড়েন। বোরহান শেখ এর রয়েছে স্ত্রী, ও এক পুত্র সন্তান। বাবার সংসারে জীবন কাটাচ্ছেন পরিবার নিয়ে।ছেলের জন্য ফরিদপুর জেলাপ্রশাসক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মানবিক সংস্থার নিকট অসহায় হতদরিদ্র বাদশা শেখ সহায়তার দাবি জানান।
|
|
|
|
|
|
|