|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
চট্টগ্রামে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল-পিকেটিং
ডিটিভি অনলাইন ডেস্ক:
বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলোর ডাকা নবম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিনে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল পিকেটিং করে তারা। তবে, নগরীতে অবরোধের প্রভাব পড়েনি। যানবাহনের চাপ থাকায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চাপ সামলাতে ট্রাফিককে হিমশিম খেতে হয়েছে।
এদিন সকালে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে মিছিল করেছে বায়েজিদ থানা যুবদল। দুপুরে নগরীর চান্দগাঁও আরাকান সড়কে অবরোধের সমর্থনে চান্দগাঁও ও পাঁচলাইশ যুবদলের মিছিল। এর আগে রোববার রাতে নগরীর আসকার দীঘির পাড় ও সার্সন রোড এলাকায় মশাল মিছিল করেছে ছাত্রদল।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল মিছিল-পিকেটিং করেছে বলে জানা গেছে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলাউদ্দিন মনি ও সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর মিছিলের নেতৃত্ব দেন। অবরোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর ক্রসিং এলাকায় মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। দক্ষিণ জেলা ছাত্রদরের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ ওই মিছিলের নেতৃত্ব দেন।
একইভাবে চট্টগ্রাম-আনোয়ারা-বাশখালী সড়কে ঝটিকা মিছিল করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্যসচিব জমির উদ্দিন চৌধুরী মানিক মিছিলে নেতৃত্ব দেন। আনোয়ারা কালাবিবির দীঘি এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা।
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলোর ডাকা নবম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিনে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল পিকেটিং করে তারা। তবে, নগরীতে অবরোধের প্রভাব পড়েনি। যানবাহনের চাপ থাকায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চাপ সামলাতে ট্রাফিককে হিমশিম খেতে হয়েছে।
এদিন সকালে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে মিছিল করেছে বায়েজিদ থানা যুবদল। দুপুরে নগরীর চান্দগাঁও আরাকান সড়কে অবরোধের সমর্থনে চান্দগাঁও ও পাঁচলাইশ যুবদলের মিছিল। এর আগে রোববার রাতে নগরীর আসকার দীঘির পাড় ও সার্সন রোড এলাকায় মশাল মিছিল করেছে ছাত্রদল।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল মিছিল-পিকেটিং করেছে বলে জানা গেছে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলাউদ্দিন মনি ও সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর মিছিলের নেতৃত্ব দেন। অবরোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর ক্রসিং এলাকায় মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। দক্ষিণ জেলা ছাত্রদরের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ ওই মিছিলের নেতৃত্ব দেন।
একইভাবে চট্টগ্রাম-আনোয়ারা-বাশখালী সড়কে ঝটিকা মিছিল করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্যসচিব জমির উদ্দিন চৌধুরী মানিক মিছিলে নেতৃত্ব দেন। আনোয়ারা কালাবিবির দীঘি এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টি লাঙলের প্রার্থী কাজী ফিরোজ রশিদকে ইঙ্গিত করে সাঈদ খোকন বলেন, আমরা তো জানি না, লাঙলের জোয়াল কাঁধে নিলে কেমন ভারী লাগে, কতটা হালকা তা যে কাঁধে নেবে সেই বুঝবে। আমরা নৌকার মাঝি, উজানে নাও বেয়ে অভ্যস্ত। আমরা বিজয়ের বিষয়ে আশাবাদী।
সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়ার পর ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন এসব কথা বলেন।
তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা উৎসবমুখর নির্বাচন জনগণকে উপহার দিতে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেটি পূরণের জন্যই সারাবিশ্বে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি।
আজ আবার শরীকদের নিয়ে আওয়ামী লীগ আলোচনায় বসবেন। এতে কি আপনার আসন ছেড়ে দেওয়ার কোনো বিষয় আসতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, আশা করছি এমন কিছু হবে না। আমি নৌকা নিয়ে নির্বাচন করব সেই প্রত্যাশা রাখি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। একই সঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার। আর জোটের আসন নিয়ে শরীকদের হতাশ করবে না আওয়ামী লীগ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে, সেই সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী।’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তৈমূর আলম বলেন, তৃণমূল বিএনপি থেকে যাদের মনোনয়ন দিয়েছি তাদের মধ্য থেকে ঢাকা-৮ আসনে আমাদের মনোনীত প্রার্থী কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে। পাশাপাশি বাকি আসনে আজ আমাদের প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করবেন।
তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা গতকালই দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তারা বড় বড় শোডাউন করে মনোনয়ন দাখিল করছেন।’
অভিযোগ করে তিনি বলেন, ‘এক প্রার্থী অস্ত্র প্রদর্শন করে মনোনয়ন ফরম দাখিল করেছেন। সেসব ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব ছবি আমি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবো। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন আমি আশা করবো তিনি সেই অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হবেন।’
নারায়ণগঞ্জ-১ এ তৈমুর আলম খন্দকার নৌকাকে পরাজিত করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তিকে শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী কোনো বিষয় নয়, বিষয় হলো জনগণ।
সরকারের সঙ্গে আপনারা নাকি আসন ভাগাভাগি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এ ধরনের কথা বলছে তাদের তথ্য প্রমাণ নিয়ে হাজির হতে বলেন।’
নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না করে প্রধানমন্ত্রীর কাছে কেন অভিযোগ করতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন। আর তার বিরোধী মতাদর্শের লোকজনকে রক্ষা করার দায়িত্বও তার। তাই আমি তার কাছে অভিযোগ জানাতে চাই।’
তৃণমূল বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয় তাহলে জাতীয় সংকট সৃষ্টি হবে। আর এ সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ২০মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছি। আমরা দলীয় প্রতীকে নির্বাচন করব। প্রার্থী আওয়ামী লীগও দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে। আমি আশাবাদী এবারও জিতব। তারপরও রাজনীতিতে শেষ কথা নেই। রাজনীতি মেরুকরণের মধ্য দিয়ে আগামীতে আরও কিছু হতে পারে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আজকের মধ্যে মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে। আমি যতটুকু জানি রওশন এরশাদ অবশ্যই আসবেন এবং নির্বাচন করবেন।’
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
৮ম দফা অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করেছেন ছাত্রদল-যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম শিকদার রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদলের নেতা পাভেল, বাড্ডা থানা ছাত্রদলের নেতা নাসির, ইমনসহ শতাধিক নেতাকর্মী।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আগামী ২৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ ও ৩০ নভেম্বর সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে। গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক অবরোধ ও হরতাল পালনের আহ্বান জানাচ্ছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বিএনপির অবরোধকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এরপরও লজ্জা হয় না ওদের। বিএনপির লজ্জাও হারিয়ে গেছে।’
মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ‘ফিচার সংকলন/এসডিজি ও উন্নয়নমূলক’ বইয়ের উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘অবরোধের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে। দূরপাল্লার গাড়িও চলছে। এ যে কর্মসূচি দিয়ে তারা নিজেদের হাস্যকর করছে, আমি বুঝি না তারা এ সিদ্ধান্তগুলো নেয় কীভাবে। এ সব কর্মসূচি কেউ মানছে না, বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে যে, তোমাদের মানি না, কিসের অবরোধ! এভাবে গাড়ি-ঘোড়া চলা মানে, ওদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া। এরপরও লজ্জা হয় না ওদের। যার লজ্জা হারিয়ে গেছে। এ হলো পরিস্থিতি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আমাদের দেশে গত ১৫ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, সেটি আমরা বলতে পারি না। যেভাবে ২০১৩, ১৪ ও ১৫ সালে জ্বালাও-পোড়াও করা হয়েছে, সময় সময়ে যেভাবে জ্বালাও-পোড়াও করা হচ্ছে। এখন একনাগাড়ে যেভাবে জ্বালাও-পোড়াও করা হচ্ছে, এগুলো দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই বিনষ্ট করছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কখনই উন্নয়ন সম্ভবপর নয়।’
মন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি এবং সবকিছুতে না বলার যে নেতিবাচক রাজনীতি, এটি দেশের উন্নয়নের জন্য প্রচণ্ড অন্তরায়।’
নির্বাচন কমিশন বলেছে বিএনপি ভোটে এলে ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে পুনঃতফসিল দেওয়া হবে, কিন্তু বিএনপি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। ধ্বংসাত্মক এ অপরাজনীতি থেকে বেরিয়ে আসুক। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমি শুনেছি, আমি মনে করি তিনি যথার্থ বলেছেন। আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে।’
তারেক রহমান বলেছেন, ২৮ ও ২৯ নভেম্বর তারিখ সরকার ফেলে দেওয়া হবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, ‘এ রকম তো বহু ঘোষণা শুনেছি। যতবার তারা ঘোষণা দেয়, পালিয়ে যায় বা হারিয়ে যায়। এসব ঘোষণা আসলে তাদের হাস্যকর করে তুলেছে। তারা এসব ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। বিএনপি এখন প্রকৃত অর্থে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাদের নেতারাও সন্ত্রাসী নেতায় পরিণত হয়েছে।’
‘একটি নির্বাচিত সরকারকে দিন তারিখ বলে ফেলে দেওয়া এটাই তো একটি সন্ত্রাসী ঘোষণা। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সাত সমুদ্র তের নদীর ওপার থেকে দেশের বাস্তবতা ওনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কারণ সিদ্ধান্তটা ওখান থেকে আসে। যারা পলাতক কিংবা যারা নির্বাচন করতে পারবে না, তারাই সিদ্ধান্ত দেয় নির্বাচনে যাবে না। বিএনপি নেতারা তো নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের থলে থেকে তো আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। আমি আশা করি, থলে থেকে যাতে বের না হয় সেটার জন্য একটু সচেষ্ট হবেন।’
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় নির্বাচনের কার্যক্রমে যুক্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাসহ দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগেরভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
টানা অষ্টম দফায় আরও দুদিনের হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।
সপ্তম দফা অবরোধের শেষ দিনে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।
রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।
এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রোববার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।
সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এসব কর্মসূচির আওতামুক্ত রাখা হচ্ছে।
বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও একযোগে এসব কর্মসূচি পালন করছে।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরের দফায় ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ চলে।
তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর সকাল ৬টায় শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় ১৪ নভেম্বর সকাল ৬টায়। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলে ১৫ ও ১৬ নভেম্বর।
এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি চলে ২১ ও ২২ নভেম্বর।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির বলেন, বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে। আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে উঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন দেবেন তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরীক হতে হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নৌকার টিকিটে সরাসরি লড়বেন ২২ জন নারী।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী গাইবান্ধা-১ আফরুজা বারী গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি বগুড়া-১ সাহাদারা মান্নান বাগেরহাট-৩ হাবিবুন নাহার সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী বরগুনা-২ সুলতানা নাদিরা শেরপুর-২ মতিয়া চৌধুরী ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর মানিকগঞ্জ-২ মমতাজ বেগম ঢাকা-৪ সানজিদা খানম গাজীপুর-৩ রুমানা আলী গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি) গাজীপুর-৫ মেহের আফরোজ গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা কুমিল্লা-২ সেলিমা আহ্মাদ চাঁদপুর-৩ ডা. দীপু মনি চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার লক্ষ্মীপুর- ৪ ফরিদুন্নাহার লাইলী কক্সবাজার-৪ শাহীন আক্তার
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চারটি জেলার ১৯টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট বিভাগে নৌকার প্রার্থীদের তালিকা- সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক।
সিলেট-১ এ. কে আব্দুল মোমেন, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ হাবিবুর রহমান, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ।
মৌলভীবাজার-১ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ মো. আব্দুস শহীদ।
হবিগঞ্জ-১ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ-৩ মো. আবু জাহির ও হবিগঞ্জ-৪ মো. মাহবুব আলী।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে এ বৈঠক শুরু হয়।
এর আগে সকাল থেকে নিরাপত্তাবেষ্টনী পার হয়ে সারিবদ্ধভাবে গণভবনে প্রবেশ করেন মনোনয়নপ্রত্যাশীরা। নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে ভেবেই উচ্ছ্বসিত ছিলেন তারা।
শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে গত শনিবার থেকে টানা চারদিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার থেকে টানা তিনদিন মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সব শেষে আজ বিকেলে বৈঠক শেষে দলীয় কার্যালয়ে নাম ঘোষণার মাধ্যমে এ পর্ব শেষ হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ক্রিকেটার সাকিব আল হাসান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে তিনি দলীয় মনোনয়ন পাচ্ছেন কি না- বিষয়টি এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন। এমনটি দলকে বলা হয়েছে।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত চার বিভাগের নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘রোববারের মধ্যে তিনশ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারেন এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে তিনশ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।’
বিএনপি নির্বাচনে আসবে না- এটা উড়িয়ে দেওয়া যায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি নেতারা) জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।’
নৌকার মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাদেরকে বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি।’
বিএনপি ও সমমনাদের হরতাল-অবরোধের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। এসব করে নির্বাচন ভন্ডুল করা যাবে না।’
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো— ঢাকা-১০, মাগুরা-১ ও ২।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে শুরু হয়েছে এই সাক্ষাৎকার পর্ব।
আজ খুলনার পর বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিকেলের মধ্যে এই তিন বিভাগের সাক্ষাৎকার শেষ হবে বলে জাতীয় পার্টি সূত্র জানিয়েছে।
আগামীকাল রোববার (২৬ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
মনোনয়ন বোর্ডে চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভুঁইয়া, সৈয়দ দিদাদ বখত ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।
এর আগে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হয় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। ২০ নভেম্বর দলীয় মনোনয়ন বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচদিন ফরম বিক্রি করে দলটি। এতে ১ হাজার ৭৫২ জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বলে পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানিয়েছেন।
|
|
|
|
|
|
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
|
|
|
|