Online Desk (DTV BANGLA NEWS ):তি প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রামে প্রশাসনের সকল স্তরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, পৌর ও ইউনিয়ন ওয়ার্ড কমিটি সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। মোখা মোকাবিলায় চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি আতাউর রহমান রাইহান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সেলিম হোসেন বলেন, এরইমধ্যে আট হাজার ৮৮০ সিপিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির আট হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। তারা আবহাওয়ার বার্তা প্রচার করছে।