ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শনিবার বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
12, May, 2023, 2:39:10:PM
Online Desk (DTV BANGLA NEWS ):র্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের আর আর টেক্সটাইল মিলস এলাকায় পদচারী–সেতুর ডেক বিম স্থাপনের কথা ছিল শনিবার ভোরে। সে জন্য ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ সীতাকুণ্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের কারণে মহাসড়ক বন্ধ করে পদচারী–সেতুর ডেক বিম স্থাপনের জন্য সিদ্ধান্তটি তারা স্থগিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। কখন পদচারী–সেতুর ডেক বিম তোলা হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।