আইডব্লিউসি মিডটাউন ডিস্ট্রিক্ট ৩২৮ এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন
17, September, 2022, 6:47:0:PM
স্টাফ রিপোর্টার:
আইডব্লিউসি মিডটাউন ডিস্ট্রিক্ট ৩২৮ এর উদ্যোগে গতকাল ১৬ সেপ্টেম্বর ঢাকার তেজগাও এলাকায় নোভো টাওয়ার কেন্দ্রে দুস্থ্য অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করে। এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন ডিস্ট্রিক্ট ৩২৮ এর নেতৃবৃন্দ।
আইডব্লিউসি বিশ্বের সর্ববৃহৎ ভলেন্টিয়ার অর্গানাইজেশন। বিশ্বের ১০৪টি দেশে এদের কার্যক্রম রয়েছে এবং সদস্য রয়েছে প্রায় লাখের উপর। বাংলাদেশে সংগঠনটির সদস্য সংখ্যা দশ হাজারের কাছাকাছি।
আইডব্লিউসি এদেশে মূলত দেশ ও মাব সেবায় আত্ননিয়োগ করা একটি অভিজাত শ্রেণীর মহিলাদের সংগঠন। সামাজিক দায়বদ্ধতা, আত্নতুষ্টি, আত্নতৃপ্তি এবং সর্বোপরি মানবিক দায় থেকে সচেতন এই নারী উদ্যোক্তারা এধরনের মহতী কাজে সম্পৃক্ত হয়েছেন। তাঁরা স¤পূর্ণ নিজেদের তহবিল থেকে দীর্ঘদিন এধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে মহিলাদের আয়বৃদ্ধিমুলক কার্যক্রম, হাসপাতালে রোগীদের সহায়তা, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম, এবং পলিও নির্মূলের মতো সার্ভাইক্যাল ক্যান্সার নির্মূলে বিশেষ কার্যক্রম চালু করছে সংগঠনটি।
সবসময় অসহায় মানুষের পাশে থেকে এদেশে আইডব্লিউসি’র নেতৃবৃন্দ সময়োপযোগী মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেণ।