শুল্ক গোয়েন্দা বিমানবন্দর শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়া থেকে আসা একে ৭১ ফ্লাইটে আসা ৬ জন যাত্রীর নিকট থেকে ১০টি স্বর্ণবার আটক করেছে। আটক স্বর্ণের ওজন ১কেজি ১৪৪ গ্রাম। আটক যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে যাচ্ছিল। এ সময় বিশেষ কায়দায় জুতার মধ্যে ও শরীরের মধ্যে স্বর্ণবারগুলো লুকিয়ে নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই বিমানযোগে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর নিকট পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ায় গ্রিন চ্যানেলে অবস্থান গ্রহণ করে।
আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় ৫৭লাখ ২০ হাজার টাকা। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।