ডিটিভি বাংলা নিউজঃ রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় শ্বশুর বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জিন জিরান হাসান (৩৫)। তিনি স্বপ্ন সুপার শপে হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবার রাতে কাজীপাড়ার ৭৭৮ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিন জিরান হাসানের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ব্রাহিমপুর গ্রামে। জিন জিরানের মামা রাজীব হাসান জানান, মাস চারের আগে ৭৭৮ নম্বর বাড়ির মালিকের মেয়েকে তার ভাগনে বিয়ে করেন। বিয়ের সময় জানতে পারেন তার স্ত্রীর আগে একবার বিয়ে হয়েছিল। ওই পক্ষের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন তারা। এর পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে জিন জিরান আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়া হয়। তারা এসে জিন জিরানকে গলায় তোয়ালে পেচানো লাশ মেজেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যার কথা বললেও জিন জিরানের জিহবা বের হয়ে ছিল না। অর্থাৎ আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। তারপর তারা পুলিশকে খবর দেন।