রাজধানীর মহাখালীতে নাসির (৪৮) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হাসান জানান, নিহত নাসির পেশায় একজন ঠিকাদার।
তিনি আরো জানান, ঠিকাদার নাসির মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই।