মানি লন্ডারিংয়ের ৩ মামলায় আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তাদের জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন। সেইসঙ্গে ২ জানুয়ারী আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করে দেয়া হয়েছে।
আপন জুয়েলার্সের মালিকরা হলেন, দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিন আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত। তার আগে গত ১৪ ডিসেম্বর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে একটি করে মামলায় জামিন দেন হাইকোর্ট।