নগরকান্দার তালমা ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন
20, December, 2019, 12:03:12:AM
মেহেদী হাসান:
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বিভাগীয় জোন প্রধান মাকসুদুর রহমান, ফরিদপুর জেলা ইসলামী ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল কবির, তালমা শাখার পরিচালক রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্নু চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক সোহরাব হোসেন,কোরবান আলী মোল্ল্যা, মীর কামরুজ্জামান লিজু, সাদ্দাম হোসেন, মীর সাখাওয়াত হোসেন ও অন্যান্য ব্যক্তি বর্গ। উদ্বোধনী শেষে এজেন্ট ব্যাংক সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করা হয়।